আলোকিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন শুরু করতে যাচ্ছে, সদস্য আহ্বান চলছে

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

 

সমাজ উন্নয়ন ও মানবসেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে আলোকিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন। তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটির প্রতিষ্ঠা করছেন ফারহান শাহরিয়া ও তার বন্ধু ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম।

 

সংগঠনটির উদ্যোক্তারা জানান, আলোকিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন হবে একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক উন্নয়নমূলক সংগঠন। এর প্রধান লক্ষ্য— সমাজ উন্নয়ন, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, পরিবেশ রক্ষা, রক্তদান কার্যক্রম, দুর্যোগকালীন সহায়তা এবং কর্মসংস্থানমুখী পদক্ষেপ গ্রহণ।

প্রাথমিক পরিকল্পনা

শুরুর ধাপেই সংগঠনটি স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজে অবদান রাখতে চায়। এর মধ্যে রয়েছে—

রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্প

অসহায় শিক্ষার্থীদের সহায়তা (বই, খাতা, শিক্ষা সামগ্রী বিতরণ)

চিকিৎসা সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

বন্যা, শীত ও অন্যান্য দুর্যোগে ত্রাণ বিতরণ

বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা কর্মসূচি

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম

ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কর্মসংস্থানভিত্তিক সামাজিক উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

 

প্রতিষ্ঠাতাদের বক্তব্য:

প্রতিষ্ঠাতা ফারহান শাহরিয়া বলেন,

> “আমরা চাই এই সংগঠনটি হোক তরুণদের শক্তি ও মানবতার প্ল্যাটফর্ম। সমাজ পরিবর্তনের জন্য দরকার একসাথে কাজ করা। আলোকিত সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য।”

সহপ্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম বলেন,

> “শুরুতে এটি হবে একেবারেই স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু ধীরে ধীরে আমরা এটি একটি পূর্ণাঙ্গ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানের মতো প্রতিটি ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

সদস্য আহ্বান

সমাজ পরিবর্তনের এই যাত্রায় তরুণ-তরুণীসহ সমাজসেবায় আগ্রহী সবাইকে সদস্য হতে আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গুগল ফর্ম পূরণের মাধ্যমে করে সদস্য হওয়া যাবে

সদস্য হওয়ার জন্য  ক্লিক করুন