জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা ও আগুন, এলাকায় উত্তেজনা বাংলার ডাক বাংলার ডাক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৫ রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায় এবং আগুন ধরানোর চেষ্টা করে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সংহতি সমাবেশ শেষে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে বিজয়নগরের দিকে অগ্রসর হন। রমনা থানার ডিউটি অফিসার এসআই সাজ্জাদ হোসেন জানান, হঠাৎ কয়েকজন যুবক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা কিছু আসবাবপত্র ভাঙচুর করে এবং ভেতরে আগুন ধরাতে চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও পরিস্থিতি শান্ত করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কিছু মানুষ অফিসের সামনে জড়ো হয়ে একাধিকবার হামলা চালায়। স্থানীয় এক দোকানি জানান, স্লোগান দিতে দিতে কয়েকজন যুবক অফিসে ঢুকে ভাঙচুর করেন এবং ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পুলিশ আসার পর তারা পালিয়ে যায়। এ ঘটনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুবায়ের আলম রবিন অভিযোগ করেন, “গণঅধিকার পরিষদের কর্মীরা সমাবেশ থেকে মিছিল নিয়ে এসে আমাদের কার্যালয়ে আক্রমণ করেছে। আমাদের জনপ্রিয়তাকে হিংসা করেই এমন ন্যাক্কারজনক কাজ বারবার ঘটানো হচ্ছে।” তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক শাকিল উজ্জামান দাবি করেন, “জাতীয় পার্টি একটি দেশবিরোধী দল। বিক্ষুব্ধ জনতাই তাদের কার্যালয়ে ভাঙচুর করেছে।” প্রসঙ্গত, এর আগেও একাধিকবার একই কার্যালয় হামলার শিকার হয়েছিল। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। SHARES জাতীয় বিষয়: গণঅধিকার পরিষদ বিক্ষোভজাতীয় পার্টি অফিসে অগ্নিসংযোগজাতীয় পার্টি কার্যালয়ে আগুনজাতীয় পার্টি বনাম গণঅধিকার পরিষদজাতীয় পার্টি হামলাজাতীয় রাজনীতি সংবাদজাপা অফিস ভাঙচুরজাপা অফিস হামলার খবরজুবায়ের আলম রবিনঢাকা আজকের খবরঢাকা রাজনৈতিক সহিংসতাবিজয়নগর হামলারমনা থানার খবরশাকিল উজ্জামানশাহবাগ টায়ার জ্বালানো