জুলাই আন্দোলনের পর প্রথমবার প্রকাশ্যে ফেরদৌস, সঙ্গে মৌসুমী ও ঋতুপর্ণা বাংলার ডাক বাংলার ডাক প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫ বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ দীর্ঘ সময় আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন। জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের পর থেকে তাকে কোথাও দেখা যাচ্ছিল না। তবে এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা মিলল ফেরদৌসের। সেখানে তার সঙ্গে ছিলেন ঢাকাই ছবির প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ফেরদৌস বলেন, “আমরা তিনজন অনেক কাজ করেছি, তবে একসঙ্গে একমাত্র ‘এক কাপ চা’ সিনেমায় অভিনয় করার সুযোগ হয়েছিল। নিউ ইয়র্কে প্রথমবার একসঙ্গে আসায় ভীষণ ভালো লাগছে।” এ সময় ঋতুপর্ণা জানান, “আমরা অনেকবার চেষ্টা করেছি একসঙ্গে কিছু করার, কিন্তু হয়ে উঠেনি।” তাদের উচ্ছ্বসিত মেজাজের সেই মুহূর্ত ভিডিওতে স্পষ্ট হয়ে উঠেছে। জানা গেছে, নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত থাকবেন এই তিন তারকা। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে সম্প্রতি মৌসুমীকে নিউ ইয়র্কে দেখা যাওয়ায় অনেকে এটিকে সাম্প্রতিক সময়ের ভিডিও হিসেবেই ধরে নিচ্ছেন। SHARES বিনোদন বিষয়: অভিনেতা ফেরদৌসঋতুপর্ণা সেনগুপ্তএক কাপ চা সিনেমাজুলাই আন্দোলনঢালিউড নিউজতারকা আড্ডানিউ ইয়র্ক অনুষ্ঠাননিউ ইয়র্ক ভিডিওপ্রিয়দর্শিনী মৌসুমীফেরদৌস আহমেদবাংলাদেশি চলচ্চিত্রবাংলাদেশি সিনেমাবিনোদন খবরভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণামৌসুমী