ডাকসু নির্বাচন: জুলিয়াস সিজারের রিট কার্যতালিকা থেকে বাদ

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থী হওয়া মো. জুলিয়াস সিজার তালুকদারের করা রিট আবেদন আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, আদালত রিট আবেদন গ্রহণ না করে তালিকা থেকে বাদ দিয়েছে।

এর আগে, গত ৩১ আগস্ট হাইকোর্টে দায়ের করা রিটে জুলিয়াস সিজার তার প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়েছিলেন। পাশাপাশি, চূড়ান্ত তালিকায় নাম না থাকা পর্যন্ত ডাকসু এবং হল সংসদ নির্বাচন স্থগিতের আবেদনও করা হয়েছিল।

প্রসঙ্গত, ২৬ আগস্ট নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকায় জুলিয়াস সিজারের নাম ও ব্যালট নম্বর (২৬) অন্তর্ভুক্ত ছিল। তবে পরে তার বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে আপিল ট্রাইব্যুনালে শুনানি হলেও সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে কমিশন তার প্রার্থিতা ও ব্যালট নম্বর বাতিল করে দেয়।

জুলিয়াস সিজার দাবি করেন, অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তাকে দেওয়া হয়নি। এজন্য ২৭ আগস্ট তিনি চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান। তাতে কাজ না হওয়ায় হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।