নুরুল হক নুর গুরুতর মানসিক ও শারীরিক ধাক্কার মধ্যে: রাশেদ খান

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে নিজের চোখে দেখেছেন, হঠাৎ করেই তার নাক থেকে জমাট বাঁধা রক্ত বের হচ্ছে। এসময় হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

রাশেদ খান বলেন, “যা বলা হচ্ছে— নুর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, বাস্তবে তা নয়। তিনি এখনো মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত। দাঁতের ব্যথা, চোখের নিচে রক্ত জমাট, মাথা ঘোরা ও হঠাৎ পড়ে যাওয়ার মতো অবস্থা দেখা দিচ্ছে।”

 

গত শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নুরুল হক নুর গুরুতর আহত হন। একই ঘটনায় রাশেদ খানও আঘাতপ্রাপ্ত হন। ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কবে নাগাদ তাকে সিঙ্গাপুর বা থাইল্যান্ড নেওয়া হবে।

নুরের শারীরিক জটিলতার বিস্তারিত জানাতে গিয়ে রাশেদ খান বলেন, “তার নাকের হাড় সম্পূর্ণ ভেঙে গেছে, ফলে নাক বেঁকে গেছে। মস্তিষ্কও সঠিকভাবে কাজ করছে না। বসতে কিংবা শুতে গেলেও স্থির থাকতে পারছেন না। বলা যায়, তিনি একেবারেই মানসিক ও শারীরিকভাবে ট্রমার মধ্যে আছেন।”