পীরগঞ্জ-রংপুর ব্লাড ডোনার সংঘের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা বাংলার ডাক বাংলার ডাক প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৫ মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ পীরগঞ্জ-রংপুর ব্লাড ডোনার সংঘ তাদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলার আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর, শুক্রবার পীরগঞ্জ অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে থাকছে নানা অনুষ্ঠানমালা। আয়োজনে থাকবে সকালের নাস্তা, দুপুরের খাবার, শুভেচ্ছা স্মারক, পরিচিত পর্ব, লটারি ও মনোজ্ঞ টি-শো। স্বেচ্ছাসেবীরা দিনভর একসঙ্গে সময় কাটিয়ে স্মরণীয় মুহূর্ত তৈরি করবেন। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। আগ্রহীরা ১২ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: সাদি: 01797586175 রাকিব: 01879318630 আসিক: 01890274363 সাকলাইন: 01797673102 এই মহৎ আয়োজনকে সফল করতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনের সদস্যরা। “রক্ত দিন, জীবন বাঁচান” স্লোগানকে ধারণ করে পীরগঞ্জ-রংপুর ব্লাড ডোনার সংঘ মানবতার সেবায় এগিয়ে চলেছে। প্রযোজক হিসেবে সহযোগিতা করছে মেঘডাল সুরকার জীবন প্রতিষ্ঠাতা পরিবার। SHARES জীবন-যাপন বিষয়: অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীপীরগঞ্জপীরগঞ্জ অডিটোরিয়ামব্লাড ডোনার সংঘমানবতার সেবারংপুররক্তদানসামাজিক সংগঠনস্বেচ্ছাসেবকস্বেচ্ছাসেবী মিলনমেলা