"মনের ভয়কে দূর করুন, স্বেচ্ছায় রক্তদান করুন"
এই স্লোগানকে সামনে রেখে ব্লাড ব্যাংক কুড়িগ্রামের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট উপজেলায় এ কর্মসূচী আয়োজন করা হবে। এতে নাওথোয়া ব্রাক স্কুল, রামসিং ব্রাক স্কুল এবং সাদূল্যা ব্রাক স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
স্থান:
তবকপুর বামনের হাট, উলিপুর, কুড়িগ্রাম
নাওথোয়া ব্রাক স্কুল, রাজারহাট, কুড়িগ্রাম
আয়োজকদের মতে, রক্তদান মানবতার সেবায় এক মহৎ কাজ। এ কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষকে রক্তদান বিষয়ে সচেতন করা এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা হবে।