ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রীকে হুমকি, তদন্তে দুই কমিটি গঠন

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার ঘটনায় প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

প্রক্টর কার্যালয় থেকে তিন সদস্যবিশিষ্ট একটি বিশেষ তদন্ত কমিটি এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরেকটি দুই সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত “ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট” প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের মনোনয়নকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন ওই ছাত্রী। রিটের ভিত্তিতে হাইকোর্ট সোমবার নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। এর পরদিন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসেন তাঁর ফেসবুকে ওই ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেন।

 

এই ঘটনার পর থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতারা তীব্র নিন্দা জানান। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সংবাদ সম্মেলন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করে।

 

পরে প্রক্টরের কার্যালয় থেকে জানানো হয়, সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি দ্রুত তদন্ত শুরু করবে। অপরদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হককে আহ্বায়ক করে আরেকটি দুই সদস্যের কমিটি করা হয়েছে, যাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

আজ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং ঠেকাতে তারা ইতোমধ্যে বিটিআরসি ও ডিএমপির সঙ্গে কাজ শুরু করেছেন। অনলাইনে যেসব পেজ বা গ্রুপ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোর তালিকাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভোটের দিন ক্যাম্পাস ও আবাসিক হলে কঠোর নিরাপত্তা থাকবে। অন্ধ শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।