আলোকিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন শুরু করতে যাচ্ছে, সদস্য আহ্বান চলছে বাংলার ডাক বাংলার ডাক প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫ সমাজ উন্নয়ন ও মানবসেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে আলোকিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন। তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটির প্রতিষ্ঠা করছেন ফারহান শাহরিয়া ও তার বন্ধু ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম। সংগঠনটির উদ্যোক্তারা জানান, আলোকিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন হবে একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক উন্নয়নমূলক সংগঠন। এর প্রধান লক্ষ্য— সমাজ উন্নয়ন, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, পরিবেশ রক্ষা, রক্তদান কার্যক্রম, দুর্যোগকালীন সহায়তা এবং কর্মসংস্থানমুখী পদক্ষেপ গ্রহণ। প্রাথমিক পরিকল্পনা শুরুর ধাপেই সংগঠনটি স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজে অবদান রাখতে চায়। এর মধ্যে রয়েছে— রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অসহায় শিক্ষার্থীদের সহায়তা (বই, খাতা, শিক্ষা সামগ্রী বিতরণ) চিকিৎসা সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্প বন্যা, শীত ও অন্যান্য দুর্যোগে ত্রাণ বিতরণ বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা কর্মসূচি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কর্মসংস্থানভিত্তিক সামাজিক উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠাতাদের বক্তব্য: প্রতিষ্ঠাতা ফারহান শাহরিয়া বলেন, > “আমরা চাই এই সংগঠনটি হোক তরুণদের শক্তি ও মানবতার প্ল্যাটফর্ম। সমাজ পরিবর্তনের জন্য দরকার একসাথে কাজ করা। আলোকিত সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য।” সহপ্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম বলেন, > “শুরুতে এটি হবে একেবারেই স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু ধীরে ধীরে আমরা এটি একটি পূর্ণাঙ্গ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানের মতো প্রতিটি ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।” সদস্য আহ্বান সমাজ পরিবর্তনের এই যাত্রায় তরুণ-তরুণীসহ সমাজসেবায় আগ্রহী সবাইকে সদস্য হতে আহ্বান জানিয়েছে সংগঠনটি। গুগল ফর্ম পূরণের মাধ্যমে করে সদস্য হওয়া যাবে সদস্য হওয়ার জন্য ক্লিক করুন SHARES তারুণ্য বিষয়: Alokito Somaj Kalyan FoundationNGO registration Bangladeshyouth volunteer organization Bangladeshঅরাজনৈতিক সামাজিক সংগঠন বাংলাদেশঅলাভজনক ফাউন্ডেশন বাংলাদেশআলোকিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলামকর্মসংস্থানমুখী ফাউন্ডেশনতরুণদের সামাজিক উদ্যোগদুর্যোগ সহায়তা সংগঠনপরিবেশ রক্ষা সংগঠনফারহান শাহরিয়াবৃক্ষরোপণ কার্যক্রম বাংলাদেশব্লাড ডোনার সংগঠন রংপুরমানবতার সেবা সংগঠনরংপুর স্বেচ্ছাসেবী সংগঠনরক্তদান সংগঠন বাংলাদেশশিক্ষা সহায়তা ফাউন্ডেশনসদস্য আহ্বান ফাউন্ডেশনসমাজ উন্নয়ন সংগঠনসামাজিক উন্নয়ন উদ্যোগ বাংলাদেশস্বাস্থ্যসেবা ফাউন্ডেশনস্বেচ্ছাসেবী ফাউন্ডেশন