ডাকসু নির্বাচন ২০২৫: প্রাথমিক ফলাফলে ভোট পড়ার হার ৬৫ থেকে ৮৫ শতাংশ বাংলার ডাক বাংলার ডাক প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রাথমিক হিসাবে সাতটি কেন্দ্রে ভোট পড়েছে ৬৫ থেকে ৮৫ শতাংশ। ছাত্রদের হলে ভোটের হার তুলনামূলক বেশি, ছাত্রীদের হলে গড়ে ৬৫-৬৯ শতাংশ। বিস্তারিত জানুন। মূল প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস | ৯ সেপ্টেম্বর ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। রিটার্নিং কর্মকর্তাদের প্রাথমিক হিসাবে, আটটি কেন্দ্রের মধ্যে সাতটিতে ভোটের হার ৬৫ থেকে ৮৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। কার্জন হল: ৮০%+ শারীরিক শিক্ষা কেন্দ্র: ৮৩% টিএসসি কেন্দ্র: ৬৯% ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব: ৬৭% উদয়ন স্কুল কেন্দ্র: ৮৪–৮৫% ভূতত্ত্ব বিভাগ: ৬৫% ইউনিভার্সিটি ল্যাবরেটরি: ৬৫.২৫% সিনেট ভবন কেন্দ্রের চূড়ান্ত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে প্রায় চার হাজার ভোট পড়েছে, যা মোট ভোটারের প্রায় ৮৩ শতাংশ। প্রাথমিক চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে, ছাত্রদের হলে ভোটের হার ৮০ শতাংশের উপরে, আর ছাত্রীদের হলে গড়ে ৬৫–৬৯ শতাংশ ভোট পড়েছে। পর্যবেক্ষকদের মতে, ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। SHARES ক্যাম্পাস বিষয়: ডাকসু নির্বাচন আপডেটডাকসু নির্বাচন ২০২৫ডাকসু নির্বাচনে ভোটের হারডাকসু নির্বাচনের খবরডাকসু প্রাথমিক ফলাফলডাকসু ফলাফলডাকসু ভোটগ্রহণডাকসু হল সংসদ নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয় ভোটঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ